৭ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আগামী ৭ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে একযোগে প্রধানমন্ত্রীর এই ভাষণ প্রচার করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের খসড়া তৈরির কাজ চলছে। ২০ থেকে ২৫ মিনিটের এই ভাষণে এক বছরে সরকারের উন্নয়ন ও অর্জনের পাশাপাশি পূর্ববর্তী উন্নয়ন-অগ্রগতি ও অর্জনগুলোর তথ্য জনগণকে জানাবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরবেন তিনি।

প্রধানমন্ত্রীর ভাষণে একই সঙ্গে দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নিয়ে সরকারের অবস্থানের পাশাপাশি এসব সমস্যা নিরসনে বিভিন্ন পদক্ষেপ ও অর্জনের চিত্র তুলে ধরা হবে।

গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ভূমিধস বিজয়ের মাধ্যমে টানা তৃতীয়বার ক্ষমতায় আসে। পরে ৭ জানুয়ারি বর্তমান সরকারের মন্ত্রিসভা শপথ নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।

Leave A Reply

Your email address will not be published.

Title