নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সমমর্যাদার ৭ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়ার জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদের মধ্যে রয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম।
শনিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত সুপারিশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে।
সুপারিশে বলা হয়েছে, পদোন্নতির সুপারিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জানুয়ারি অনুমোদন করেছেন। উল্লেখিত ব্যক্তিদের পদোন্নতির প্রজ্ঞাপন জারি করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত ৭ কর্মকর্তা হলেন-পুলিশ সদর দফতরের ডিআইজি আবু হাসান মোহাম্মদ তারিক, পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগের পরিচালক ড. হাসান উল হায়দার, এসবি প্রধান মনিরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন আহমেদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. মাহাবুবর রহমান ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোহাম্মদ হারুন অর রশিদ।