১৪ ফেব্রুয়ারি : সুন্দরবন দিবস আজ

সুন্দরবন-দিবস-আজ। সুন্দরবনের প্রতি ভালোবাসা আর মমতা সৃষ্টিতে ১৪ ফেব্রুয়ারি দেশজুড়ে পালিত হয় সুন্দরবন দিবস। প্রাণবৈচিত্র্যে ভরপুর এই বনাঞ্চল লাখো মানুষের জীবিকার সংস্থান করে চলেছে। ঝড়-ঝঞ্ঝায় এখনও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে বাঁচাতে সুন্দরবনের ভূমিকা যে অপরিসীম তা বলার অপেক্ষা রাখে না। তবে পরিবেশবাদীদের অভিযোগ, বনের প্রতি অতিনির্ভরতা এবং মানুষের নির্বিচার আচরণে দিন দিন বিপন্ন হচ্ছে এর পরিবেশ ও প্রতিবেশ।

২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়। এরপর থেকেই প্রতি বছর দেশে সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে। তবে এই আয়োজনের পুরোটাই মূলত খুলনাকেন্দ্রিক। এবার সেখানে ভিন্নতা দিতে যাচ্ছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।

দিবসটি উপলক্ষে বাপার কর্মসূচির মধ্যে আছে, ১৪ ফেব্রুয়ারি বিকাল ৫টায় ‘সুন্দরবন দিবসে সুন্দরবন রক্ষায় ইস্তেহার পাঠ’ শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠান। একইদিন বাপা’র আঞ্চলিক শাখাগুলো উপকূলীয় জেলা ও অঞ্চলেও কর্মসূচি পালন করবে। এরমধ্যে মোংলায় সকাল ১১টায় শোভাযাত্রা, মানববন্ধন ও শপথ গ্রহণ। বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘সুন্দরবন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা, শিশু চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং সুন্দরবন বিষয়ক ডকুমেন্টারি, পোস্টার/লিফলেট প্রদর্শনী।

বরগুনার আমতলীতে সকাল ১০টায় সমাবেশ, ১১টায় সাইকেল র‌্যালি, সাড়ে ১২টায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। পাথরঘাটায় সকাল ১১টায় মানববন্ধন, র‌্যালি ও দুপুর ১২টায় আলোচনা সভা।

পটুয়াখালীর কুয়াকাটায় সকাল ১১টায় মানববন্ধন ও র‌্যালি। এদিকে কক্সবাজার জেলার মহেশখালীতে বিকাল ৫টায় মানববন্ধন ও র‌্যালি এবং সন্ধ্যা ৬টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title