বিনোদন প্রতিনিধিঃ
স্রষ্টা সত্য সবার!
এস এম জাহাঙ্গীর আলম
সরকার কেউ যদি আসে আকাশ থেকে
করুনাময়ের আশীষ নিয়ে,
পৃথিবীর এই দুঃসময়ে
মানবতার প্রতীক হয়ে,
নিশ্চয় তাঁর সমান দৃষ্টি
ধর্ম, বর্ণ নির্বিশেষে-
কেবল শুধুই বিশেষ কারও
হবেনা সে অবশেষে।
বেশ জমেছে দ্বন্দটা আজ
অনেক মতের মানুষ মিলে,
বিশ্বাসটা শক্ত ভীষন
তর্ক শুধুই “কেবল ” নিয়ে।
ডাক্তার বাবু হতাশ করে
বলল এসে হঠাৎ করে
ওষুধ পাবে সবাই মিলে
সারা বিশ্ব একই সাথে।
সৃষ্টিকর্তা বলেন নাইরে
আমি কারো একার
সৃষ্টি সেরা মানুষ সত্য স্রষ্টা সত্য সবার।
কেউ পাবে আর কেউ পাবে না
তা হবেনা তা হবেনা,
জবাব আমায় দিতেই হবে
ব্যত্যয় যদি কিছু ঘটে।
এনেছি ওষুধ সে হিসেবেই
সকল মানুষ সমান পাবে।
একার তরে অহংকারে যারা
এমন গর্ব করে –
সৃষ্টিকর্তা নয় তো একার,
সবার মাঝে বিরাজ করে।
লেখক – পুলিশ সুপার, গীতিকবি ও কন্ঠশিল্পী।