সৌরভ মন্ডল,খুলনা: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লক ডাউনের নবম দিনে দাকোপে উপজেলা প্রশাসন বিভিন্ন এলাকায় টহল এবং মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।
শনিবার (৩১ জুলাই) সকাল থেকে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও সিপিপির সদস্যরা যৌথভাবে লক ডাউন কার্যক্রমে টহল দেয়।এ সময় তারা চালনা বাজারের আছাভূয়া, ডাকবাংলার মোড়, লঞ্চঘাট, চালনা বাজার, বৌমার গাছতলা এলাকায় টহল দেয়। একই সময়ে লক ডাউন অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে পৃথক ৪ জনের নিকট সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বি এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নাসির উদ্দিন, দাকোপ থানার এস আই রুহুল আমিন, সিপিপির ও আনসার বাহিনীর সদস্যরা।