নীলফামারীর সৈয়দপুরে নকল সার ও কীটনাশক তৈরির দোকানে অভিযান চালিয়ে গোডাউন সিলগালা ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহষ্পতিবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯ টায় সৈয়দপুর উপজেলার টি আর রোডে (দিনাজপুর রোড) মেসার্স হামিদুল ট্রেডার্স নামে একটি দোকানে ওই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রমিজ আলম। এসময় সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মমতা সাহা। সৈয়দপুর থানা পুলিশের একটি দল তাদের সহযোগীতা করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম জানান, হামিদুল ট্রেডার্সের মালিক হামিদুল ইসলাম বেশ কয়েক মাস ধরে নকল সার ও কীটনাশক তৈরি এবং বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে জিপসাম, ক্যালসিয়াম, সালফার সহ বিভিন্ন সার এর নকল করে প্যাকেটজাত করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর 8/১ এক ২০ হাজার জরিমানা ও গোডাউন সিলগালা করা হয়। (ছবি আছে)
মোঃ জাকির হোসেন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি