জয়পুরহাট প্রতিনিধিঃ- নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ অক্টোবর কালাই পৌরসভার মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন-২০২০। দলীয় প্রতিকেই প্রথম বারের মত মেয়র পদে উপ-নির্বাচন ইভিএম এর মাধ্যামে হবে তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।
রোববার (৪ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোবারক হোসেন এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো.তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ও কালাই পৌরসভার মেয়রের শূন্য পদে উপ নির্বাচনে রির্টানিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মোঃ ইশতিয়াক আলম প্রমূখ। মেয়রের শূন্য পদে উপ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরাও সভায় উপস্থিত ছিলেন।