কৃষান পন্হ দাশ,সিলেট প্রতিনিধিঃ- সিলেট মহানগর ছাত্রলীগের এক অন্যরকম আলোক চরিত্রের নাম শামীম আহমেদ।যিনি নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন,সিলেট ছাত্রলীগকে সমাজের বুকে মানবতার সৃষ্টিকরনে।অসহায়,এতিম,গরিবের,দুঃসময়ের বন্ধু শামীম।যার অক্লান্ত পরিশ্রমের ফলে বাগবাড়ি তাকে মানবতার ফেরিওয়ালা নামে চিনি।।কখনও গভীর রাতে অসহায়দের বুকে,কখনও এতিমখানায় এতিমদের মাঝে গিয়ে নিজেও একজন এতিম হয়ে যান,আবার কখনও “জয় বাংলা”র শ্রোতে আলোকিত করেন সিলেট ছাত্রলীগের রাজপথ।
সিলেটের বুকে ছাত্রলীগকে প্রতিষ্ঠা করতে গিয়ে শামীমকে বহুভাবে হতে হয়েছে নির্যাতিত,কলুষিত,অপমানিত,আবার কখনও বা মিথ্যা মামলার হয়রানির স্বীকার। কিন্তু কোন বাধাই টলাতে পারে নাই ছাত্রলীগের এই বীরসিংহ কে।বীরত্বের মত এগিয়ে যাচ্ছেন করছেন মানবতার সেবা।
শামীমের সাথে কথা হলে উনি বলেন,আমি ছাত্রলীগ করি,মানবতার সেবার জন্য,দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য,আর,তার জন্য উনার পদপদবীর দরকার নাই।উনি মানবতার পাশে থেকে চালিয়ে যাবেন মানবসেবা।