সিরাজগঞ্জে উচ্ছেদ আতঙ্ক থেকে মুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

বাংলাদশ পানি উনয়ন বোর্ড সিরাজগঞ্জ জেলা কর্তৃপক্ষের উছেদর হাত থেকে রক্ষা পেতে বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদর কাছে স্মারকলিপি প্রদান করে সিরাজগঞ্জর ১২নং ওয়ার্ডেও অর্ন্তগত পিটিআইরোড কোলগয়লা গ্রামবাসীর বাসিন্দারা।
রবিবার দুপুরে এলাকার সর্বস্তরের নারী-পুরুষদের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষীন করে জেলা প্রশাসকের ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা পানি উনয়ন বোর্ডের উচ্ছেদের হাত থেকে রক্ষা পেতে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদের কাছ স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক তাদের অযোক্তিক উচ্ছের হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন।
স্মারকলিপিতে বলা হয়,এ এলাকার মানুষ ৭০বছর যাবত এখানে বসবাস করে আসছে। তারা সবাই হতদরিদ্র বেশিরভাগ মানুষ রিক্সাচালক,দিনমজুর এবং মহিলারা গৃহস্থালিরর কাজ করে জীবনযাপন করেন । তারা বর্তমান অবস্থানত এলাকায় বসবাসর সুযোগ সৃষ্টি করা অথবা উছেদের আগে পুর্নবাসনের দাবী জানান।

শামীম শাহরীয়ার (রাফি)
সিরাজগঞ্জ প্রতিনিধি

Leave A Reply

Your email address will not be published.

Title