নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জননেতা এএেম শামীম ওসমানের সহধর্মীনি, নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসামন লিপি পক্ষ থেকে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দেওয়া খাদ্য সামগ্রী রাতের আঁধারে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের বাড়ি বাড়ি বিতরন করেছেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান (পিকাপ) মালিক সমিতি, শিমরাইল শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
শুক্রবার (৮ মে) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার কয়েকশত অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। এভাবে প্রতিদিনই দেলোয়ার হোসেনের নেতৃত্বে নাসিক ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, ছোলা, আলু, পিয়াজ, লবন, সাবান, তেলসহ বিবিধ পন্য।
বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি, শিমরাইল শাখার সভাপতি দেলোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মীনি ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির দেওয়া খাদ্য সামগ্রী শিমরাইলসহ ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এবং পন্য পরিবহন শ্রমিকদের মাঝে সুষ্ঠুভাবে বিতরন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরু হওয়ার সময় থেকেই আমরা অসহায় খেটে খাওয়া মানুষের জন্য নিজেদের জীবনের কথা না ভেবে কাজ করে যাচ্ছি। তা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুস, ছাত্তার, আফাজ উদ্দিন, খোকন, মামুন হাওলাদার, মোঃ আকবর হোসেন ও আবুল কাশেম, অফিস সহকারী আহমেদসহ মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং শ্রমিক কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।