নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ বছর সারা দেশে চার হাজার ৩৯৯টি পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া ঈদের ছুটি এক দিন বাড়ানোর প্রস্তাবকে যৌক্তিক বলে মনে করেন তিনি। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ঈদ সামনে রেখে গোয়েন্দা সতর্কতা বাড়ানো হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ফেরিঘাট ও নৌঘাটে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। ঈদে শিল্প এলাকার নিরাপত্তার ওপরও জোর দেওয়া হবে। গুরুত্বপূর্ণ রাস্তার মোড় এবং হাটে ওয়াচ টাওয়ার থাকবে। সড়ক-মহাসড়কে পশুর হাট বসানোয় নিষেধাজ্ঞা থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা থাকবেন।’
মন্ত্রী বলেন, ‘সড়ক-মহাসড়কে সুনির্দিষ্ট তথ্য ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কোনো পশুবাহী ট্রাক আটকাতে পারবেন না, এমন নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ পথে প্রতিবেশী দেশ ভারত থেকে যাতে কোনো পশু না আসতে পারে, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ঈদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশের অগ্রগতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, এটি যৌক্তিক প্রস্তাব। সুপারিশটি ক্যাবিনেটে (মন্ত্রিসভা) গেছে, সেখান থেকেই সিদ্ধান্ত হবে।’
মন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক আগেই জানিয়ে দিয়েছেন, ভারত থেকে যেন কোনো পশু না আসে। দু-তিন বছর ধরে আমরা সেটি ফলো করে আসছি। আমাদের বর্ডার গার্ড সব সময় তৈরি আছে। এর পরও নানা কায়দায় পশু চলে আসে, অনেক ফাঁকফোকর দিয়ে চলে আসে। আমাদের কাছে খবর আছে, মিয়ানমার থেকে পশু আসছে।
এত দুর্গম এলাকা, কোন ফাঁকফোকর দিয়ে যে কোনটি চলে আসে। তবে আমরা চেষ্টা করছি যাতে পশু না আসে।’