স্টাফ রিপোর্টারঃ সাভারে ৭১ টেলিভিশনের সাভার প্রতিনিধি মিঠুন সরকারের বিরুদ্ধে এক যুবককে বলৎকারের অভিযোগ উঠেছে । রোববার (২০ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি (মামলা নম্বর: ৫৭) দায়ের করেন।
অভিযুক্ত মিঠুন সরকারের বাড়ি সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড বাড্ডা ভাটপাড়া এলাকার বাসিন্দা । তার বাবার নাম প্রফুল্ল সরকার।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী যুবক সাভার নিউ মার্কেটের পিসি মেলা নামে এইটি দোকানে সিসিটিভি ক্যামেরা টেকনিশিয়ান হিসেবে কাজ করেন। গতকাল (শনিবার) বিকেলে ওই যুবককে মিঠুন সরকার জানান রেডিও কলোনিতে তার অফিসের সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে গেছে। ক্যামেরা মেরামত করতে গেলে মিঠুন সরকার অফিসের ভেতরে তাকে বলৎকার করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এক যুবককে বলৎকারের অভিযোগে মিঠুন সরকারের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, মিঠুন সরকারের বিরুদ্ধে এর আগেও সাভার থানায় বেশ কয়েকটি মামলার রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় চার্জশিত দেওয়া হয়েছে।
এদিকে, এ ঘটনায় মিঠুনের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করবেন বলে এড়িয়ে যান।