সাভারে অবৈধ ইটভাটাকে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সাভারে চারটি অবৈধ ইটভাটাকে মোট ২২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
সাভারের আমিনবাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব বলেন ,মাটির ব্যাবহারে ত্রুটি ও নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপিত হওয়ায় এবিএস বিক্স ও বিসিএম বিক্সকে ৬ লাখ করে মোট ১২ লাখ টাকা এবং মাটির ব্যবহারের ত্রুটির জন্য ফাহাদ বিক্স ও ডিবিএস বিক্সকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে । এছাড়াও এবিসি ও বিসিএম ভাটা দুটির ছাড়পত্র না থাকায়, ভাটা দুটিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিসিএম বিক্স আংশিক গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় তিনি আরো বলেন , অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান আছে । এ ছাড়াও, সাভারের আরাপাড়া এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি অটোরিকশার ব্যাটারি চার্জিং প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি ।

Leave A Reply

Your email address will not be published.

Title