নিজস্ব প্রতিবেদক : শুক্রবার থেকে নিম্নবিত্তদের বাড়ি বাড়ি খাবার পৌছে দেওয়া হবে বলে জানিয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।
বৃহস্পতিবার প্রাইম টিভি বাংলাকে মুঠোফোনে তিনি এ বিষয় নিশ্চিত করেন ।
তিনি বলেন, সরকারি ঘোষনা অনুযায়ী নিম্নবিত্তদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার উদ্যোগ দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা যেমন
ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বাররা তালিকার কাজ শুরু করেছেন।তাদের তালিকা অনুযায়ী শুক্রবার থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হবে । তবে এ দিনমজুর, রিক্সাচালক, ভিক্ষুকদের বিশেষ প্রধান্য দেওয়া হবে।
তিনি আরো বলেন, নিম্নবিত্তরা দিন আনে দিন খায়, সারা দেশে সবগুলো প্রতিষ্ঠান বন্ধ থাকায়, এখন তারা মহা সঙ্কটে আছে, আমাদের তাদের পাশে দাড়াতে হবে। বিত্তবানদের আহ্বান জানাবো এসব মানুষের পাশে দাড়ান, তাদের সহযোগিতা করুন।
এর গত বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিম্নবিত্তদের চিন্তিত উদ্বিগ্ন হবেনা, জেলা প্রশাসকের মাধ্যমে আপাদের প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে। সবাই সাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলবেন, আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি প্রয়োজনী খাদ্য সমাগ্রী পৌছে দেওয়া হবে।