লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েলকে পিটিয়ে হত্যা : ৫ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর

এস.কে সাহেদ, লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারীতে কোরআন অবমাননা অভিযোগের গুজব তুলে সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় ৫ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ সকালে রাষ্ট্রপক্ষের আবেদনের মাধ্যমে পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে লালমনিরহাট জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফেরদৌসী বেগম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে গেল রাতে অভিযান চালিয়ে একই ঘটনায় দায়ের হওয়া পুলিশের উপর হামলা ও ইউনিয়ন পরিষদ ভাংচুর মামলায় আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট ১৬ জনকে গ্রেফতার করা হল।

উল্লেখ্য গেল ২৯ অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে গুজব ছড়িয়ে নৃসংশ এ ঘটনা ঘটানো হয় ।নিহত যুবক শহিদুন্নবী জুয়েল মানসিক ভারসাম্যহীন ছিলেন।তিনি রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে।তিনি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক
ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

Title