হেফাজতের ডাকা হরতালে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কমছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। সকাল থেকে বাংলামোটর, মগবাজার ও মৌচাক এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র। সরজমিন দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কয়েক গুণ কম চলাচল করছে। তবে বেড়েছে ব্যক্তিগত যান চলাচল। অফিসগামী মানুষকে হেঁটেই কর্মস্থলে যেতে দেখা গেছে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন বয়স্ক ও নারীরা।
অফিসগামী কয়েকজন যাত্রী জানান, হেফাজতের ডাকা হরতালের কারণে গণপরিবহনের সংখ্যা অনেক কম।বাসে উঠতে ব্যাপক হিমশিম খেতে হচ্ছে। ফলে বাধ্য হয়েই পায়ে হেঁটে অফিসে যাচ্ছেন তারা।