যুক্তরাষ্ট্রে শিগগিরই অনুমোদন পেতে যাচ্ছে মডার্নার তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন

যুক্তরাষ্ট্রে শিগগিরই অনুমোদন পেতে যাচ্ছে মডার্নার তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন। বৃহস্পতিবার দেশটির বিশেষজ্ঞ প্যানেল ভ্যাকসিনটিকে নিরাপদ উল্লেখ করে অনুমোদন দেয়ার পক্ষে মত দিয়েছে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) প্রধান বলেছেন যে , তার সংস্থা খুব দ্রুত মডার্নার ভ্যাকসিনকে অনুমোদন দেবে। যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে ফাইজারের এবং বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। দেশটিতে এ পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১ কোটি ৭৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title