মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার রোধে কেরানীগঞ্জে পুলিশের সাথে মতবিনিময়

প্রাইমটিভি(বাংলা)অনলাইনঃ
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার রোধে কেরানীগঞ্জের বিভিন্ন মোবাইল ব্যাংকিং এজেন্টদের সাথে সমন্বয় সভা করেছে কেরানীগঞ্জ পুলিশ প্রসাশন।
বুধবার সকালে কেরানীগঞ্জ মডেল থানা চত্বরে আয়োজিত এ সমন্বয় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামানন্দ সরকার  অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহজামান, ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম,কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জে এরিয়া বিকাশ ডিসট্রিবিউশন ম্যানেজার সৈয়দ গোলাম মোর্সেদ সৈকত ,কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আলতাফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি আঃগনি,শামীম আহমেদ,ইউসুফ আলী সহ কর্মরত সাংবাদিকবৃন্দ ও ব্যাবসায়িক এজেন্টগন।
সভায় কেরানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে আগত মোবাইল ব্যাংকিং এজেন্টরা তাদের সমস্যা ও প্রতিকার চেয়ে জন্য বিভিন্ন দাবী তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তেব্যে রামানন্দ সরকার এজেন্টদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এজেন্টদের উদ্দেশ্যে বলেন,সকল ধর্মে সৃষ্টিকর্তা ব্যবসাকে করা হয়েছে হালাল,আপনারা নিয়ম মেনে বৈধভাবে ব্যবসা পরিচালনা করবেন । দেশে ৯ বছর ধরে মোবাইল ব্যাংকিং চালু হয়েছে। এটি বর্তমানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন প্রভাব রাখছে।দেশ আজ উন্নয়নের মহাকাশে। আপনারা এই উন্নয়নের অশিংদার। বর্তমানে প্রায় ১৬টি কোম্পানীর মোবাইল ব্যাংকিং এ গ্রাহকের সংখ্যা প্রায় সাড়ে ৭ কোটির অধিক।আপনাদেরকে যদি কেউ হুমকি বা ভয়ভীতি দেখায় তবে আমাকে সরাসরি ফোন করবেন।আমাদের পুলিশ আপনাদের সেবায় সর্বদা প্রস্তত।

Leave A Reply

Your email address will not be published.

Title