মেলান্দহ উপজেলার ছাত্রলীগ সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে পরীক্ষিত ছাত্রনেতা শাওন

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাংলাদেশ ছাত্রলীগ মেলান্দহ উপজেলা শাখার বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনকে বেগমান করার উদ্দেশ্য বাংলাদেশ ছাত্রলীগ, জেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদক মেলান্দো উপজেলা শাখার উদ্দেশ্য এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সম্মেলন আয়োজন করার নির্দেশ প্রদান করেন।

উক্ত সম্মেলন কে ঘিরে প্রার্থীদের মাঝে দোঁড়ঝাপ চলছে। কর্মীদের সাথে প্রার্থীদের চায়ের আড্ডা জমে উঠেছে। সম্মেলন ঘিরে বেশ কিছু ক্যান্ডিডেট থাকলেও, মেলান্দহ উপজেলা শাখা সহ-সভাপতি হিসাবে এবং শহর মেলান্দহ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সফলতার সাথে দ্বায়িত্ব পালন করায় বিভিন্ন নেতা-কর্মীর কাছে উপজেলা শাখার সভাপতি পদপ্রার্থী খান মোঃ আরিফুল ইসলাম শাওন এগিয়ে আছে। শাওনের অনুসারীরা বলছে, শাওন ভাই সৎ,যোগ্য,দীর্ঘ দিন যাবত রাজনীতি তে সক্রিয় ভূমিকা পালন করছে। আমাদের প্রত্যাশ্যা শাওন ভাই সভাপতি হলে মেলান্দহ উপজেলা শাখাকে সুসংগঠিত করতে পারবে।

খান মোঃ আরিফুল ইসলাম শাওনের সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি প্রাইম টিভি বাংলাকে কে বলেন,আমি ছাত্রলীগের একজন ক্ষুদ্রতম কর্মী।বঙ্গবন্ধু আদর্শ ধারন করে সংগঠনের কাজ করে যাচ্ছি। আমি মুজিববাদে বিশ্বাসী। দীর্ঘদিন যাবত ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় আছি। বিভিন্ন সময় ছাত্রলীগের বিভিন্ন দায়িত্ব পালন করেছি। আগামী মেলান্দহ উপজেলা শাখার সম্মেলন। জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এবং মেলান্দহ শাখার নেতা -কর্মীরা যদি আমাকে মেলান্দহ উপজেলা শাখার দায়িত্ব দেন। তাহলে আমি দায়িত্ব নিতে ইচ্ছুক। তার উদ্দেশ্য ও লক্ষ্য জানতে চাইলে তিনি বলেন।আমি দায়িত্ব পেলে মেলান্দহ উপজেলা ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন করার চেষ্টা করবো। শিক্ষা,শান্তি, প্রগতি এই মূলনীতি নিয়ে এগিয়ে যেতে চাই। দেশরত্ন শেখ হাসিনা আপার ভ্যানগার্ড হিসাবে রাজপথে থাকবো।নৌকার বিজয়ের লক্ষ্যে সব সময় কাজ করে যেতে চাই।

ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে ছাত্রসমাজের যৌক্তিক চাওয়া পাওয়া নিয়ে কাজ করে যাবো। সর্বপরি মানব কল্যানে দেশের কল্যানে কাজ করে যেতে চাই।

Leave A Reply

Your email address will not be published.

Title