মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চ থেকে সাড়ে ৮২ মণ জাটকা ইলিশ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে এমভি কর্ণফুলী-৪ নামের এক যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে সাড়ে ৮২ মন জাটকা ইলিশ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ পুলিশ। সোমবার (২২ফেব্রুয়ারী) মধ্যরাত ২টার দিকে ভোলা থেকে ঢাকা গামী যাত্রীবাহী লঞ্চটি মুন্সিগঞ্জের মুক্তারপুর  সংলগ্ন ধলেশ্বরী নদীতে পৌছালে অভিযান চালিয়ে এসব জাটকা মাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯লক্ষ ৯০ হাজার টাকা।

মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ মো: কবির হোসেন খান জানায়, গোপন সংবাদের মুন্সীগঞ্জ ধলেশ্বরী নদীতে ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্নফুলী ৪ নামের যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৩৩০০ কেজি (সাড়ে ৮২মণ) অবৈধ জাটকা মাছ উদ্ধার করা হয়।  সোমবার সকাল ১০ টার দিকে মুক্তারপুর নৌ-ফাড়িতে  সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতানের উপস্থিতিতে জেলা সদরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থদের মাঝে জাটকা মাছগুলি বিতরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title