মুন্সিগঞ্জ গজারিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন – এমপি মৃণাল কান্তি দাস

 

নিজস্ব প্রতিনিধিঃ  শুক্রবার মুন্সীগঞ্জ গজারিয়ায় উপজেলায় গজারিয়ায়, হোসেন্দী, ভবেরচর, বাউরিয়া, সহ বিভিন্ন স্থানে পূজামন্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য এমপি মৃণাল কান্তি দাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলার সাবেক দু’ দুবার এর সফল চেয়ারম্যান শিক্ষা অনুরাগী রেফায়েত উল্লাহ খান তোতা,গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: মাজহারুল হক তপন , আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ,স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, বাঙালি সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব দুর্গাপূজা। ষড়ঋতুর খেলাঘর বঙ্গ প্রকৃতির কোলে নীলাকাশে সাদা মেঘের ভেলা ভাসিয়ে; কাশফুলের স্নিগ্ধ কোমল পেলবতা নিয়ে,শিউলি ফুলের সুবাস ছড়িয়ে দশভূজার আগমন ঘটে পৃথিবীতে। দুর্গোৎসব বাঙালি সমাজের সার্বজনীন অংশগ্রহণ ও উৎসব পালনের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অচ্ছেদ্য বন্ধন হয়ে আমাদেরকে শান্তির পথে এগিয়ে নিয়ে যায়।

তিনি আরো বলেন, শারদীয় দুর্গোৎসব এবার ভিন্ন আঙ্গিকে, ভিন্ন মাত্রায় উদযাপিত হচ্ছে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সৃষ্ট সংকটের মধ্যে দুর্গোৎসব পালনে এসেছে ভিন্নতা। করোনা সংকটের কথা চিন্তা করে দুর্গাপূজার কর্মসূচি ও প্রার্থনা সম্পন্ন করার জন্য সকলকে তাই সচেতন আচরণ করতে হবে। করোনা সংকটের কথা বিবেচনায় রেখে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে শারদীয় দুর্গা পূজা উদ্যাপন করতে হবে।

তিনি বলেন, দুর্গোৎসব বাঙালির প্রাণের উৎসব। সার্বজনিন দুর্গোৎসব সাম্প্রদায়িক-সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার ও সমমর্যাদা রয়েছে। শ্রেণি-বর্ণ, ধনী-গরীব, রাজা-প্রজা সকলের সমান অধিকার। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজস্ব ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালির হাজার বছরের সম্প্রীতি ও সৌহার্দ্যরে ঐতিহ্যে সমৃদ্ধ বাংলাদেশ আজ বিশ^ দরবারে একটি অসাম্প্রদায়িক ও প্রগতিশীলতার উজ¦ল দৃষ্টান্ত করতে সক্ষম হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title