‘ভ্যাকসিন রাজনীতিতে’ বিশ্বের সফলতম রাষ্ট্রনায়ক শেখ হাসিনা: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ‘ভ্যাকসিন রাজনীতিতে’ শেখ হাসিনাকে বিশ্বের সফলতম রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

রোববার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২১ উপলক্ষে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী স্বাস্থ্যবান জাতি গঠনে অতুলনীয় ভূমিকা রাখছেন। ভ্যাকসিন রাজনীতিতে বিশ্বের সফলতম রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিনামূল্যে ভ্যাকসিন প্রদান বিশ্বে নজির, এটি সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধুর কন্যার জন্যই।”

তিনি বলেন, “অসম বিশ্বে মানবসম্পদের উন্নয়নের জন্য মানসিক স্বাস্থ্য অপরিহার্য। বর্তমান বিশ্বের জন্য বড় সমস্যা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানুষ ডাক্তারের কাছে যেতে ভয় পায়, ডাক্তারের যেতে হবে এই ভেবেই ভয় পায়।

“এই ভয় কাটাতে হবে। এ জন্য ডাক্তার, নার্স, ডায়গনস্টিক সেন্টারের মালিকপক্ষ সবাইকেই এগিয়ে আসতে হবে। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে হবে- ভাবতে হবে, বুঝতে হবে, বুঝাতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন হেলথ টিভির চেয়ারম্যান আব্দুল ওহাব মিনার। আরও বাংলাদেশ আর্মড ফোর্সেসের সাবেক পরামর্শক আব্দুল আলী মিয়া, মানসের প্রতিষ্ঠাতা অরূপ রতন চৌধুরী, অধ্যাপক আজিজুল ইসলাম, অধ্যাপক মনিলাল আইচ লিটু, অধ্যাপক মামুন আল মাহতাব, অধ্যাপক নুজহাত চৌধুরী ও মোহাম্মদ হানিফ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে সকালে প্রতিমন্ত্রী মুরাদ হাসান সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ই-কমার্স নিয়ে সাম্প্রতিক সময়ে প্রতারণা ও অর্থপাচার বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন।

তিনি বলেন, “ই-কমার্সের মাধ্যমে যারা অর্থ পাচার করেছে সবাইকে আইনের আওতায় আনা হবে এবং পাচার হওয়া অর্থ অবশ্যই উদ্ধার করা হবে।”

ক্লিনফিড নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “ক্লিনফিড বাস্তবায়নে সব জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া আছে। তারা মোবাইল কোর্ট পরিচালনা করছে, জেল জরিমানা করছে।”

কোথাও আইনের ব্যত্যয় হলে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

সন্ধ্যায় তিনি ঢাকা ক্লাবের স্যামসন এইচ হলে এক প্রীতি সমাবেশে অংশ নেন। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবকে একটি গাড়ি দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.

Title