ভারতের মাটিতে নাগরিকত্ব আইন চালু হলে কোনো মুসলিমের নাগরিকত্ব যাবে না

ভারতের মাটিতে নাগরিকত্ব আইন চালু হলে কোনো মুসলিমের নাগরিকত্ব যাবে না। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সফরে এসে এ কথা জানিয়ে দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগরের সভায় দাঁড়িয়ে বলেন, ৭০ বছর ধরে মতুয়া এবং নমঃশূদ্ররা দেশের নাগরিকত্ব পাইনি। আমরা ২০১৮ সালে বলেছিলাম, মতুয়াদের নাগরিকত্ব দেবে বিজেপি সরকার।

তিনি বলেন, ২০১৯ সালে মতুয়া সমাজ বিজেপির ঝুলি ভরে দিয়েছিলো। ২০২০ সালে সিএএ নিয়ে এসেছি। তবে করোনার জন্য সিএএ থমকে গেছে। মমতা দিদি বলছেন, বিজেপি মিথ্যে কথা বলছে। আমি বলছি, আমরা যা বলি, তাই করি।

অমিত শাহ বলেন, এপ্রিল মাসের পর মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকছেন না। তৃণমূল, কংগ্রেস আর বামেরা সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে। বলছে নাগরিকত্ব চলে যাবে। শুনে রাখুন, সিএএ চালু করবে বিজেপি। কারও নাগরিকত্ব যাবে না। সিএএ হলে কোনো মুসলিমের নাগরিকত্ব যাবে না।

অন্যদিকে এদিন সকালে পশ্চিমবঙ্গের কোচবিহারে এক সভায় অমিত শাহ বলেন, পশ্চিমবাংলায় বিজেপিকে ক্ষমতায় আনুন, পাঁচ বছরে বাংলাকে সোনার বাংলা বানাবো। অনুপ্রবেশকারী মুক্ত বাংলা বানাবো।

এ সময় তিনি সাফ জানিয়ে দেন, পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় এলে একটি পাখিও অনুপ্রবেশ করতে পারবে না।

তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকারের কিষান সম্মান নিধি, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীকে পেতে দেননি। কারণ, তিনি ভেবেছিলেন এই প্রকল্পের সুবিধা রাজ্যবাসী পেলে তারা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অনুরক্ত হয়ে পড়েন সেই ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রকল্প আটকে দিয়েছেন। কেন্দ্র চাইলেও এই সমস্ত প্রকল্পের সুবিধা তিনি পশ্চিমবঙ্গবাসীকে পেতে দেননি।

অমিত শাহ বলেন, বিজেপি বাংলায় যে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছে সেই পরিবর্তন যাত্রার মাধ্যমে পশ্চিমবাংলার আসল পরিবর্তন ঘটবে। অনুপ্রবেশ কড়া হাতে রুখে দেওয়া হবে।

 

Leave A Reply

Your email address will not be published.

Title