‘ব্যানকোভিড’ মানবদেহে ট্রায়াল কার্যক্রম পরিচালনার লক্ষে আইসিডিডিআর,বি চুক্তিবদ্ধ হলো গ্লোব বায়োটেক
নিজস্ব প্রতিবেদক: করোনার ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ মানবদেহে ট্রায়াল কার্যক্রম পরিচালনা করতে গ্লোব বায়োটেকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।
বুধবার দুপুরে তেজগাঁওস্থ গ্লোব বায়োটেকের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় আইসিডিডিআরবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহম্মেদ, ড. রুবানা রাকিব, ড. ওয়াসিফ আলী খান ও ব্যারিষ্টার খাজা সালাউদ্দিন আহম্মেদ।
গ্লোব বায়োটেকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, পরিচালক আহমেদ হোসেন, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশিদ কিরণ, গ্লোব বায়োটেক লিমিটেডের সিইও ড. কাকন নাগ, সিএসও ড. নাজনীন সুলতানা, ড. আসিফ মাহমুদ, ড. মহিউদ্দিনসহ আরো অনেকে।
গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের চেয়ারম্যান বলেন, সারাবিশ্বে ৬টা প্রতিষ্ঠান বিশেষভাবে কাজ করছে কোভিড ভ্যাকসিন নিয়ে। তার মধ্যে আইসিডিডিআরবিও রয়েছে তালিকায়। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সাথে নিয়েই হিউম্যান ট্রায়ালে যাচ্ছি।
এ প্রসঙ্গে আইসিডিডিআরবির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহম্মেদ বলেন, এটা সত্যিই গর্বের বিষয় যে, বাংলাদেশের একটি প্রতিষ্ঠান কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে কাজ করছে।