অনলাইন ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।
শনিবার সকাল ৮টা ৫৬ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩০২ রেকর্ড করা হয়েছে, যা ‘বিপজ্জনক’ বলে বিবেচিত।
বায়ু দূষণে বিশ্বের শীর্ষ শহরের তালিকায় ৩০৭ ও ২২৪ স্কোর নিয়ে একিউআই স্কোর নিয়ে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক প্রথম ও পাকিস্তানের করাচি তৃতীয় স্থানে রয়েছে।
সাধারণত একিউআই মান ৩০০ এর ওপরে হলে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ মনে করা হয়। এক্ষেত্রে চিকিৎসকেরা নাগরিকদের বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দিয়েছেন।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।