বিত্তবানদের শহর না’গঞ্জে পেটের ক্ষুদায় ছোট ভাইকে কাদে নিয়ে পথে পথে ঘুরছে বড় বোন

সোহেল রানা :  করোনা ভাইরাস বিস্তার রোধে সরকার ঘোষিত ছুটিতে রাজধানীসহ সারা দেশে চলছে অঘোষিত লকডাউন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের ঘরের বাইরে যেতে নিষেধ করা হচ্ছে। দুই জনের একসঙ্গে চলাচলেও রয়েছে নিষেধাজ্ঞা। সারাদেশের মত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও করনাভাইরাস প্রতিরোধে চলছে লকডাউন।

সরকারি ঘোষনা অনুযাযী সব প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকে বেকার হয়ে পড়েছেন। ফলে অনেক দারিদ্র মানুষের ঘরে নেই চাল ডালসহ অন্যান্য খাদ্যদ্রব্য। প্রয়োজনী খাদ্য দ্রব্যের অভাবে দিশেহারা পরিবারে ধরা পড়ে প্রাইম টিভি বাংলা ক্যামরায়।বিত্তবানদের শহর হিসাবে পরিচিতি নারায়ণগঞ্জ সেই শহরে গরীব অসহায় বড় বোন খাবারের জন্য পথে পথে ছোট ভাইকে কাদে নিয়ে। সন্তান ও পরিবারের খাবারের জন্য রাস্তায় বসে মা বিক্ষা চাইছেন মানুষের কাছে।

শহরের বিত্তবানরা এসময় মানুষের পাশে দাড়ালে এই অসহায় মানুষগুলো মানতে পারতো করোনা ভাইরাসের সতকর্তা, পথে পথে এই শিশু গুলো খাবারের জন্য আহাকার করতে হতো না।

Leave A Reply

Your email address will not be published.

Title