বাণিজ্যমেলা বন্ধের সুপারিশ

অনলাইন ডেস্ক: বাণিজ্যমেলা বন্ধের সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একইসঙ্গে দেশে করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তারের কারণে বিধিনিষেধ বাস্তবায়নে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) এসব সুপারিশ সরকারকে পাঠানো হয়েছে বলে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ কঠোর করতে সরকারকে কয়েক দফা সুপারিশ করা হয়েছে উল্লেখ করে ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘বাণিজ্যমেলা চলছে, যা খোলা রাখা উচিত না। এখন এইগুলোর যদি বাস্তব প্রয়োগ না হয়, তাহলে ভালো ফল আসবে না। এজন্য আমরা বলেছি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।’

তিনি বলেন, ‘শুধু নির্দেশনা দিলেই হবে না, এটার বাস্তব প্রয়োগও দরকার। অর্থাৎ গণপরিবহনে অর্ধেক যাত্রী, সবাই মাস্ক পরবে, অফিস-আদালত অর্ধেক জনবল দিয়ে চলার কথা বলা হয়েছে। এগুলো ভালোভাবে হচ্ছে।’

উল্লেখ্য, করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে গত ১০ জানুয়ারি সরকার ১১ দফা বিধিনিষেধ জারি করে সরকার, যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

Title