রাসেল হাওলাদার, বরগুনা প্রতিনিধি : বরগুনায় দেশের প্রথম নৌকা জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। জাদুঘরের উদ্বোধন করেন বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, এবং সভাপতি বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক। বৃহস্পতিবার বেলা ৩ টায় বরগুনা নৌকা জাদুঘরের ( বঙ্গবন্ধুর নৌকা জাদুঘর ) উদ্বোধন করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, সভাপতি বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ও মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক, পুলিশ সুপার বরগুনা, বঙ্গবন্ধু নৌকা যাদুঘর নির্মাণ কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আশ্রাফুল ইসলাম সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এবং বরগুনা পৌরসভার মেয়র শাহাদাত হোসেন আরো ছিলেন বরগুনার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এনজিও কর্মী।
প্রায়া বিলুপ্ত হওয়া একশ ধরনের নৌকা স্থান পেয়েছে এ জাদুঘরে। বরগুনা জেলা প্রশাসন মুজিববর্ষ উপলক্ষে নৌকা জাদুঘর তৈরি করেছে । এই জাদুঘরের নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর।
গত ০৮ অক্টোবর ভিত্তি প্রস্তর স্থাপন করেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। ভিত্তি প্রস্তর স্থাপনের মাত্র ৮১ তম দিনে জাদুঘরের নির্মাণ কার্যক্রম সম্পন্ন হয়। বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোস্তাইন বিল্লাহ বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের নামকরণ, পরিকল্পনা এবং বাস্তবায়ন করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ৭৮ শতাংশ জমি জুড়ে জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। ১৬৫ ফুট দৈর্ঘ্য এবং ৩০ ফুট প্রস্থের নৌকার আদলে নির্মিত জাদুঘরটি দূর থেকেই দেখা যাবে একটি বড় নৌকা। এর মূল ভবন ৭৫ ফুট, প্রতিটি গলুইর দৈর্ঘ্য ৪৫ ফুট। এই স্বয়ংসম্পূর্ণ জাদুঘরে থাকছে দেশ-বিদেশের নানান আকৃতির একশত প্রকারের নৌকার অনুকৃতি/ মিনিচা’র, একটি নৌকা গবেষণা কেন্দ্র, আধুনিক লাইব্রেরি, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা, ৯ ডি থিয়েটার, ফুড ক্যাফে ইত্যাদি।