বঙ্গবাজারের আগুনের বিষয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন : ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবাজারের আগুনের বিষয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তীতে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের তথ্য কর্মকর্তা শাহজাহান সিকদার।

তদন্ত কমিটি নিম্নরূপ :
১। লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি; পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স)-সভাপতি
২। জনাব দিনমনি শর্মা, উপপরিচালক, ঢাকা বিভাগ, ঢাকা-সদস্য
৩। জনাব মোঃ শাহিন আলম, সিনিয়র স্টেশন অফিসার, সিদ্দিকবাজার ফায়ার স্টেশন- সদস্য
৪। জনাব অধীর চন্দ্র, ওয়ারহাউজ ইন্সপেক্টর-সদস্য
৫। জনাব মোঃ বজলুর রশিদ, উপসহকারী পরিচালক, জোন-১, ঢাকা-সদস্য সচিব

তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য ৭ কার্যদিবস সময় দেয়া হয়েছে।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার সকাল সোয়া ৬টায় রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল।

Leave A Reply

Your email address will not be published.

Title