বগুড়ায় জাতীয় ভোটার দিবস পালিত

বগুড়া প্রতিনিধি: ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
২ মার্চ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিস বগুড়ার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ। প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
এ সময় অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মোছা. সাবিনা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেনসহ নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে একই দিনের সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর উপজেলা পরিষদ হলরুমে এ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনাসভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
উপজেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মজিবর রহমান মজনু, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মো. গাজিউর রহমান, পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ¦ জানে আলম খোকা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ আলী মন্টু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানস্থলে উপজেলায় নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম ও জাতীয় পরিচয়পত্র(স্মার্টকার্ড) বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

Title