অগ্নিঝরা ফাগুন তথা বসন্তকে সাদরে বরণ করতে ফাগুন বরণ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রæয়ারি সন্ধ্যা ৭ টায় অপরাজিত শিল্প-সাহিত্য পরিবারের আয়োজনে বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
সংগঠনের সভাপতি নাহিদ হাসান রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহিদ, সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ বগুড়ার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান ও শেরপুর উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান (পিএএ)। এ সময় সংগঠনের উপদেষ্টা ময়নুল হক ডুপলে, তৌহিদুজ জামান পলাশ, ইমরুল হাসান কাজল, সহ-সভাপতি আবু সাঈদ ফকির, সাধারণ সম্পাদক লতিফ আদনান, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, দপ্তর সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, দৈনিক যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, প্রথম আলো প্রতিনিধি সবুজ চৌধুরী ও অপরাজিত’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসতেই সংস্কৃতজনদের পদচারনায় উপজেলা পরিষদ মিলনায়তনটি মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে শ্রোতাদের মাঝে সুরের মূর্ছনা ছড়িয়ে দেয় আশরাফুল আলম রিপন, তোফাজ্জল এইচ পিকে, দিল আফরোজা শাপলা, সেলিনা সুলতানা লিখন, নাহিদ হাসান রবিন, মোজাফফর আলী, জান্নাতুল ফেরদৌসী, রাতুল চৌধুরী ও মো. রায়হান। স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সূধিজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানটি সন্ধ্যা থেকে রাত ১০ঘটিকা পর্যন্ত অনুষ্ঠান চলে।
দীপক কুমার সরকার
বগুড়া প্রতিনিধি