বই মেলায় আদর্শ প্রকাশনীর স্টল বরাদ্দ স্থগিত: আপিল বিভাগ

নিজস্ব প্রতি‌বেদক: একুশে বই মেলায় আদর্শ প্রকাশনীর স্টল বরাদ্দ নিয়ে দেয়া হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে বাংলা একাডেমির আপত্তি তোলা বই তিনটি একুশে বইমেলায় প্রদর্শন ও বিক্রি না করার শর্তে ৮ই ফেব্রুয়ারি বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবীর লিটনের হাইকোর্ট বেঞ্চ বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দের নির্দেশ প্রদান করেন। সেইসাথে আদর্শ প্রকাশনীকে স্টল না দেয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২রা ফেব্রুয়ারি করা রিটের প্রেক্ষিতে ওই নির্দেশ দেয়া হয়েছিল।

পরে স্টল বরাদ্দ স্থগিত চেয়ে সোমবার চেম্বার কোর্টে আবেদন করে বাংলা একাডেমি। বুধবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে আদর্শ প্রকাশনীর স্টল বরাদ্দ নিয়ে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগ।

Leave A Reply

Your email address will not be published.

Title