ফরিদপুরের সদরপুরে দুই চাল ব্যবসায়ীকে অর্থদণ্ড 

0

ফরিদপুর  : ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের নির্দেশে আজ দপুরে একটি মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় কৃষ্ণপুর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য মোবাইল কোর্ট পরিচালনাকালে দুই চাল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সজল চন্দ্র শীল সাংবাদিকদের বলেন, বাজারের সকল ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে করোনা প্রভাবের নামে যদি কোন ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে নির্বারিত দামের চেয়ে বেশী মূল্যে নিত্যপণ্য বিক্রি করে তাহলে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। তিনি আরও বলেন, বাজারে পর্যাপ্ত চাল মজুদ আছে বলে সবাইকে ন্যায্য  মূল্যে বিক্রয়ের জন্য অনুরোধ করা হয়েছে। বাজারের সকল ব্যবসায়ীকে প্রকাশ্য স্থানে সঠিক মূল্য তালিকা সংরক্ষণের জন্য অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান। মোবাইল কোর্টের অভিযানে আরও উপস্থিত ছিলেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুতফর রহমান, পুলিশ সদস্য, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় বাজার কমিটির প্রতিনিধিরা।

Leave A Reply

Your email address will not be published.

Title