উজান থেকে নেমে আসা পাহাড়ির ঢলে আকস্মিকভাবে নদীতে পানি বৃদ্ধির ফলে নাসিরাবাদ ও চর নাসিরাবাদ গ্রামের নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবারকে নগদ ১লাখ টাকা প্রদানসহ ১৩৬টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল, শুকনো খাবার বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়। সকালে নাসিরাবাদ ইউনিয়ন কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান আল হাবিব, উপজেলা নির্বাহী অফিসার মূকতাদিরুল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বোস, কৃষি সম্প্রসারণ অফিসার মোল্লা আল মামুন, প্রানী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ ফুয়াদ সরকার, নাসিরাবাদ ইউপি চেয়ারম্যান লাভলু ফকির, ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ প্রমুখ।