নিজস্ব প্রতিবেদক :: বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পমাল্য অর্পণ, শিশু-কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত, আলোচনা সভা কেক কাটা ও নির্ভয়ে করোনা টিকা নেওয়ার মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় ফরিদপুরের ভাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম উৎসব পালন করেছে ভাঙ্গা উপজেলা প্রশাসন।
সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আদালাত পাড়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধারা। পরে ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের কাজী মাহাবুব উল্লা সেমিনার হল রুমে বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক শীর্ষ বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দীন,উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা মাহাবুব রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জামসেদ আহমেদ, শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম, প্রধান শিক্ষক হায়দার হোসেন, প্রফেসর মিজান প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামীলীগ ও তাঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেক কেটে ও মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে পালন করা হয়েছে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম উৎসব।