মামুনুর রশিদ : দেশের প্রথম এক্সপ্রেসওয়ে হিসাবে ঢাকা-মাওয়া-ভাঙ্গার এক্সপ্রেসওয়ের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত ৫৫ কিলোমিটার দীর্ঘ দৃষ্টিনন্দন যান এক্সপ্রেসওয়ে দুরপাল্লার যান চলাচলের জন্য উন্মুক্ত করেন। এরই মধ্য দিয়ে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগে এক নতুন যুগের সূচনা সৃষ্টি হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের অংশের উদ্বোধনী অনুষ্ঠানটি ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান মৃধা, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা ।