ফরিদপুর প্রতিনিধি : তুচ্ছ ঘটনার জের ধরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদি ইউনিয়নের সূর্যদিয়া গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সুমাইয়া বেগম (২০) নামে এক নারী নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। ১৮ মাস আগে পাশের শ্রীনগর গ্রামের ছামাদ শেখের ছেলে আশিক শেখের সাথে তার বিয়ে হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সূর্যদিয়া গ্রামের আবু কাশেম ও ওদুদ মোল্লাদের সাথে সুমাইয়ার পিতা মুরাদ শেখের জমিজমা নিয়ে দ্বন্দ চলে আসছিল। মঙ্গলবার সকালে ওদুদ মোল্যার লোকজন ক্ষেত থেকে কলা গাছের চারা তুলে রাখে। এসময় মুরাদ শেখের বাড়ির লোকজন এসে সেই চারা নিয়ে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে সুমাইয়ার পেটে কোপ মারে। গুরুতর আহত অবস্থায় তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সে মারা যায়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে এশিয়ানটাইমসকে বলেন,ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং মধুখালী সার্কেলের সিনিয়র এএসপি মো. আনিসুর রহমান লালনসহ তিনি বিকেল পর্যন্ত ঘটনাস্থলেই অবস্থান করেন। গ্রামের পরিস্থিতি শান্ত আছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। থানায় হত্যা মামলা হয়েছে।