ফরিদপুর প্রতিনিধি : এবার অভিনব কায়দায় অবৈধভাবে বৈদ্যুতিক মিটার টেম্পারিং কাজে জড়িত সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের সহায়তায় জেলার ডিবি পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে তাদের আটক করে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আবুল হাসান জানান, কিছুদিন ধরে একটি চক্র শিল্প কারখানার মিটার টেম্পারিং করে আসছিলো। সম্প্রতি ১২টি শিল্পকারখানায় মিটার টেম্পারিং করার বিষয়টি নজরে আসলে তাদের কাছ থেকে ৩২ লাখ টাকা আদায় করা হয়।
ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম (ওএ্যান্ডএম) হাফিজুর রহমান জানান, চক্রটিকে ধরতে বিশেষ পরিকল্পনা করা হয়। জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের চুঙ্গির মোড় এলাকার একটি রাইস মিলের মালিককে দিয়ে ওই চক্রের সদস্যদের সাথে যোগাযোগ ও ২০ হাজার টাকার বিনিময়ে একটি মিটার টেম্পারিংয়ের চুক্তি করা হয়। সে মোতাবেক বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে ঢাকা থেকে আসা দুই ব্যক্তি ওই রাইস মিলের মিটারটি খুঁটি থেকে খুলে পাশের একটি ঘরের নিয়ে দরজা বন্ধ করে মিটারের ভিতরে সকেটের সাথে অতিরিক্ত একটি রেজিস্টেঞ্জ যুক্ত করে টেম্পারিং করার সময় পূর্বে থেকে ওত পেতে থাকা ডিবির সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো.আলীমুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।