ফরিদপুরে আত্মসমর্পণকারী ২৫ চরমপন্থিকে অনুদান প্রদান

ফরিদপুর সংবাদদাতা :: ফরিদপুরে আত্মসমর্পণকারী ২৫ জন চরমপন্থিদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদের হলরুমে এই অনুদান বিতরণ করা হয়। অনুদান হিসাবে ২৫জন আত্মসর্মপনকারী সদস্যদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে নগদ সাড়ে ১২ লাখ টাকা প্রদান করা হয়।

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ সংসদীয় আসনের এমপি, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় অন্যান্যেদের মধ্যে ছিলেন, জেলা পরিষদের সদস্য মোঃ লোকমান হোসেন মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, সদর উপজেলা নির্বাহী মোঃ মাসুম রেজা, উপজেলা চেয়ারম্যান মোঃ রাজ্জাক মোল্লা, জেলা যুবলীগের আহবায়ক এইচ এম ফুয়াদ, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না। কারো খাদ্যের অভাব থাকলে আমাদেরকে জানান, প্রয়োজনে আমরা প্রতিটি বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেবো। আমরা এই সময়ে আওয়ামীলীগের পক্ষ থেকে ঘরে ঘরে ত্রাণ পৌঁছানোর কজা করে চলছি সামনের দিনেও করা হবে।

সামাজিক জীবনে ফিরে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আত্মসমর্পণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনাদের স্বীকৃতি দিয়েছেন। তিনি আপনাদের দায়িত্ব নিয়েছেন। আপনাদের দায়িত্ব নিয়েছেন বলেই পবিত্র রমজান মাসে আপনাদেরকে আর্থিকভাবে সহায়তা করছেন। সামনের দিনেও আপনাদের ব্যাপারে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পাবনা জেলা শহীদ অ্যাডভোকেট আমির উদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ২০১৯ সালের ৯ এপ্রিল আত্মসমর্পণকারী ৩শ ৬৩ জন চরমপন্থিদের মধ্যে ফরিদপুর জেলার ২৫জন সদস্য আত্মসমর্পণ করেন। তাদেরকে সেই সময়ে এক লক্ষ টাকা করে প্রধান করা হয়েছিলো।

 

Leave A Reply

Your email address will not be published.

Title