ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গোদনাইল তাতখানা গ্রামের মুসল্লী ও এলাকাবাসীরা।শুক্রবার জুমার নামাজের পর সকল মুসল্লিরা রাস্তায় নেমে এ কর্মসূচি পালন করেন৷
এ সময় উপস্থিত ছিলেন,গোদনাইল তাতখানা গ্রামের মুসল্লীরা ও আয়োজকদের প্রধান,মোঃ শাকিল আহমেদ,মোঃ জালাল,মোঃ আলামিন শেখ, মোঃ শিমুল আহমেদ,আসাদুজ্জামান বাবু,মোঃ মোতালিব হোসাইন,জাকির,রাজু আহমেদ প্রমুখ।
এ কর্মসূচির আয়োজকদের প্রধান শাকিল আহমেদের মুঠোফোনে ফোন করলে তিনি বলেন, ‘ফান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা তাতখানা গ্রামের সকল মুসল্লিরা একজোট হতে প্রতিবাদ মিছিলে নেমেছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই।
মোঃ জালাল বলেন, ‘ফান্সের শার্লি এবদো নামে একটি ম্যাগাজিন নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। বাক স্বাধীনতা এমনভাবে উপভোগ করতে হবে যাতে তা অন্য কোনও ধর্ম বা কারও ধর্মীয় বিশ্বাসকে আঘাত না করে। মুহাম্মদ (সা.)-কে মুসলমান জাতি তাদের নয়নের মনি কোটায় স্থান দিয়েছে। তাকে অমর্যাদা করে ফ্রান্সে যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।’
প্রতিবাদ মিছলের সকল মুসল্লিদের দাবি, ‘ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে। অন্যথায়, আমাদের আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়বে।’
Good