প্রাইমটিভি বাংলা (অনলাইন)ঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমানু বিজ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পীরগঞ্জে সরকারী ও বেসরকারীভাবে বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারী রবিবার জম্মবার্ষিকী উপলক্ষে সকালে প্রয়াতের কবরের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, ডিসি আসিব আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও টিএমএ মমিন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। বাদ যোহর ‘জয়সদন’ প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। প্রয়াতের আত্মার মাগফেরাত কামনায় দোয়া হয়। দোয়া পরিচালনা করেন মওলানা হাজী মোঃ শামছুল হক বাজিতপুরী। সকালে উপজেলা প্রশাসনের প্রকাশনায় ‘ড. এমএ ওয়াজেদ মিয়ার জীবন ও কর্ম নিয়ে স্মরনিকা’ ৬৪ পৃষ্ঠার একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন রংপুরের ডিসি আসিব আহসান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, ড. ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম ছায়াদত হোসেন বকুল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারী পীরগঞ্জের ফতেপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবার আব্দুল কাদের মিয়া ও ময়জান্নেছার ঘরে ওয়াজেদ মিয়া জন্ম নেন। তিনি ২০০৯ সালের ৯ মে ঢাকায় মৃত্যুবরণ করেন।