নিউজ ডেস্ক : মহামারী করোনা মোকাবেলায় যখন সবাইকে বাসায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমন সময় করোনা সর্বশেষ খবর পৌছে দিতে মাঠে কাজ করছে প্রশাসন ও সংবাদকর্মীরা। দায়িত্বরত এসব সাংবাদিকদের কাছে করোনা থেকে রক্ষায় পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম না থাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে তারা।তা্ই নারায়নগঞ্জে দায়িত্বরত ফটো সাংবাদিকদের জন্য পিপিই ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এনামুল হক সিদ্দিকী।
সোমবার (৬ এপ্রিল ) দুপুরে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে এক পোস্ট দিয়ে এই অনুরোধ জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জেলার সকল ফটো সাংবাদিক ভাইদের নিকট অনুরোধ থাকলো পি.পি.ই ছাড়া দায়িত্ব পালন থেকে বিরত থাকুন।