নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ উপলক্ষে দেশে ও দেশের বাইরের বাংলাদেশীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক বাণীতে আবদুল হামিদ বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালি জাতির জীবনে একটি পরম আনন্দের দিন। আনন্দঘন এই দিনে আমি দেশে ও দেশের বাইরে বসবাসরত সব বাংলাদেশীকে জানাই বাংলা নবর্ষের শুভেচ্ছা।’
তিনি বলেন, ‘বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পহেলা বৈশাখ। নতুনের বার্তা নিয়ে বেজে ওঠে বৈশাখের আগমনি বার্তা। দুঃখ, জরা, ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে ওঠে মহানন্দে। ফসলি সন হিসেবে মোগল আমলে যে বর্ষগণনার সূচনা হয়েছিল, সময়ের পরিক্রমায় তা আজ সমগ্র বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক স্মারক উৎসবে পরিণত হয়েছে।’
রাষ্ট্রপতি বলেন, ‘পহেলা বৈশাখের মাঝে বাঙালি খুঁজে পায় নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার স্বরূপ। বৈশাখ শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আত্মবিকাশ ও বেড়ে ওঠার প্রেরণা। বাঙালি সংস্কৃতির বিকাশ, আত্মনিয়ন্ত্রণ ও মুক্তিসাধনায় পহেলা বৈশাখ এক অবিনাশী শক্তি। বাংলাদেশের অভ্যুদয় ও গণতান্ত্রিক বিকাশে সংস্কৃতির এ শক্তি রাজনৈতিক চেতনাকে দৃঢ় ও বেগবান করে।’ বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে গতকাল সন্ধ্যা থেকে দেশবাসীর উদ্দেশে প্রচারিত সংক্ষিপ্ত ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বাংলাদেশীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। সব অন্ধকার ও বাধা-বিপত্তি দূর করে আগামী বছরগুলোতে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার কামনা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘এ শুভ নববর্ষের প্রাক্কালে আমাদের প্রার্থনা এই যে আমরা যেন সব অন্ধকার ও বাধা-বিপত্তি দূর করে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘নানা ধরনের বাধা-বিপত্তি ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে দেশ আরো একটি বছর পার করেছে। দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশীকে জানাই “শুভ নববর্ষ”।’
এদিকে নববর্ষ উপলক্ষে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সকাল ৭টায় রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে এ শোভাযাত্রা শুরু হবে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন।
নতুন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি। গতকাল এক বার্তায় বিরোধীদলীয় নেতা দেশবাসীকে এ শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ‘বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ও চিরন্তন প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আবহমানকাল থেকে নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, রীতি-নীতি ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাঙালি জাতি পহেলা বৈশাখ উদযাপন করে আসছে।’
আরো শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।