দেশের সমুদ্র বন্দরে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় আম্ফান দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় সতর্ক সংকেত কমিয়ে এনেছে আবহাওয়া অফিস। তবে এর প্রভাবে দেশের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাত আগামী শুক্রবারের পর কমবে।

আম্ফান দুর্বল হয়ে পড়ায় দেশের সমুদ্র বন্ধরগুলোকে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে এখনো সাগর উত্তাল রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে দেশের বিভিন্ন অংশে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বৃহস্পতিবার সকালে এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আম্পান এখন স্থল নিম্নচাপে রূপ নিয়েছে।

এর আগে বুধবার সকালে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরেও ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছিল বাংলাদেশের আবহাওয়া অফিস।

 

Leave A Reply

Your email address will not be published.

Title