দেশের যুবশক্তিকে জনশক্তিতে রুপান্তরে সময়পোযোগী প্রশিক্ষন দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক: দেশের এক-তৃতীয়াংশই যুবশক্তি। যাদেরকে দক্ষ জনশক্তি রুপান্তরের লক্ষ্যে সরকার সময়পোযোগী বিভিন্ন প্রশিক্ষন প্রদান করছে বলে আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী ফরিদ গায়িবভ কে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

বুধবার (২২ নভেম্বর ২০২৩ইং) আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী ফরিদ গায়িবভ সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা জানান। সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জিমনাস্টিক ফেডারেশনের সভাপতি বশির আহমেদ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক, খেলাধুলাসহ অন্যান্য ক্ষেত্রে আজারবাইজানের সাথে বাংলাদেশের নিবিড় সংযোগ রয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী বন্ধু প্রতীম দুই দেশের বন্ধুত্বকে আরো উচ্চতায় পৌঁছে নিতে দুই দেশের যুবদের মধ্যে দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও স্বেচ্ছাসেবী কার্যক্রম ও সাংস্কৃতিক কর্মকান্ডকে এগিয়ে নিতে যুব অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি গ্রহণ করা যেতে পারে বলে প্রস্তাব করেন।

Leave A Reply

Your email address will not be published.

Title