তৈরি পোশাক কারখানাগুলো ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে আহ্বান জানালেন রুবান হক

নিউজ ডেস্ক : মহামারীর নভেল করোনাভাইরাস প্রতিরোধে তৈরি পোশাক কারখানাগুলো ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি রুবানা হক।

শনিবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় গার্মেন্ট মালিকদের প্রতি এই আহ্বান জানান তিনি।

দেশে করোনাভাইরাস মহামারী ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সব অফিস-আদালতে ছুটি ঘোষণা করা হলেও পোশাক কারখানার বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত দেয়নি সরকার।কিন্তু পরবর্তীতে বিজিএমই ও বিকেএমই গত ২৮ মার্চ থেকে সকল প্রতিষ্ঠান বন্ধ রাখাতে সকল তৈরি পোশাক কারখানার মালিকদের নির্দেশ দেয়। শীর্ষ দুই সংগঠন মালিকদের প্রতি আহ্বান জানান, দেশবাসীকে রক্ষায় সকল প্রতিষ্ঠানকে সরকারি ঘোষিত সাধারন ছুটিতে বন্ধ রাখতে হবে।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ থেকে ০৪ পর্যন্ত সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সাধরন ছুটি ঘোষনা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

Title