তথ্য মন্ত্রণালয়ের নতুন নাম ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’

নিজস্ব প্রতিবেদক: বদলে ফেলা হলো তথ্য মন্ত্রণালয়ের নাম। নতুন নাম ঠিক করা হয়েছে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব শফিউল আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তথ্য মন্ত্রণালয়ের কাজের পরিধি দিন দিন বাড়ছে। তাই নাম পরিবর্তনের বিষয়টি বেশ আগে থেকেই ভাবনায় ছিল। বর্তমানে যে কাজ হচ্ছে, নামের মধ্যে তা প্রতিফলিত হয় না। দেশে ইলেকট্রনিক গণমাধ্যমের যে বিকাশ হয়েছে তাতে এই সম্প্রচার মাধ্যমকে পরিচালনা করার বিশাল কর্মযজ্ঞ হাতে নিতে হয়েছে তথ্য মন্ত্রণালয়কে।

এসব কিছু বিবেচনা করে মন্ত্রণালয়টির নতুন নাম ঠিক করা হয়েছে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। মন্ত্রিপরিষদ বিভাগের যার এসআরও নং ৭৬-আইন/২০২১।

Leave A Reply

Your email address will not be published.

Title