ঢাকা-কলকাতা ও খুলনা-কলকাতা রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা

0

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এবং খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ-ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ।

রবিবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এ দুটি ট্রেন বন্ধ থাকবে।

শনিবার সর্বশেষ ঢাকা থেকে ছাড়া মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ৫১ জন ভারতীয় কলকাতায় ফেরেন। একই দিন ভারত থেকে ২৮৪ জন বাংলাদেশি ঢাকায় এসেছেন।

জানা গেছে, ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত যেসব যাত্রী মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেনের অগ্রিম টিকিট কেটেছিলেন সোমবার থেকে সেই সব টিকিট ফেরত নেবে বাংলাদেশ রেল। কাল দুপুর ১২টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন ‘ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস কাউন্টার’ থেকে অগ্রিম কাটা টিকিটের বিপরীতে সমপরিমাণ টাকা ফেরত দেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title