নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের (জি এম কাদের) বলেছেন, সরকার উন্নয়নের অনেক গালগল্প বলে বেড়ায়। প্রবৃদ্ধির কথা ফলাও করে প্রচার করে। বলা হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের এসব কথার জবাব পাওয়া যায় টিসিবির ট্রাকের পাশে দাঁড়ালে।
বাস্তবে দেশের মানুষ ভালো নেই। টিসিবির পণ্য ক্রয় করতে এক কিলোমিটার দীর্ঘ লাইন হয়। সেখান থেকেও খালি হাতে ফিরতে হয় মানুষকে।
আজ শনিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখার দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য দেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, জহিরুল ইসলাম রুবেল প্রমুখ।
সম্মেলন শেষে আগামী দুই বছরের জন্য জাপা ঢাকা দক্ষিণের সভাপতি হিসেবে সৈয়দ আবু হোসেন বাবলা ও সাধারণ সম্পাদক হিসেবে জহিরুল ইসলাম রুবেলের নাম ঘোষণা করেন জি এম কাদের।
জি এম কাদের আরো বলেন, ‘জাতীয় পার্টি কারো বি-টিম হিসেবে কাজ করবে না। যদি কেউ আওয়ামী লীগের দালালি করতে চান তাহলে দল ছেড়ে চলে যান। না হলে আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব। ‘