মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গালের ভূঞাপুরে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহে ইউনিয়ন পর্যায়ে কৃষক নির্ধারনে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১ ঘটিকায় ভূঞাপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি আয়োজিত সরকারি ভাবে ধান ক্রয়ের জন্য উপজেলার ১টি পৌর সভা ও ৬টি ইউনিয়নের ৪ হাজার ৫শ ১৪ জন প্রান্তিক কৃষকের মধ্য থেকে ৫৮৩ জন কৃষককে লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান, খাদ্য কর্মকর্তা মুক্তা রানী সাহা, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ রইছ উদ্দিন কৃষকলীগ সভাপতি হযরত আলী প্রমুখ ।